Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে বালুভরা ইউনিয়ন

 

ইউনিয়ন পোর্টাল এর তথ্য

১। ইউনিয়নকে জানুন

এক নজরে

মানচিত্রে ইউনিয়ন

গ্রামভিত্তিক লোকসংখ্যা

যোগাযোগ ব্যবস্থা

দর্শণীয় স্থান

 

পরিচিতঃ ঐতিহাসিক পাহাড়পুর পুরাকীর্ত্তির জেলা নওগাঁ এর সন্নিকটে বদলগাছী উপজেলার পাকা রাস্তা সংলগ্ন  উত্তর পার্শ্বে বরেন্দ্র অঞ্চলে এই বালুভরা ইউনিয়ন অবস্থিত। এলাকায় শিল্পে উন্নত না হলেও শাক-সব্জি এবং ধান উৎপাদনে প্রসিদ্ধ এই ইউনিয়ন। 

১)ইউনিয়নের নামঃ ৮নং বালুভরা ইউনিয়ন পরিষদ

২) আয়তন- ১৪ বর্গকিলোমিটার।

৩) সীমানা- উত্তরে বদলগাছী উপজেলার বদলগাছী ইউনিয়ন, দক্ষিণে নওগাঁ সদর উপেজলার কিত্তীপুর ইউনিয়ন, পূর্বে বিলাশবাড়ী ইউনিয়ন , পশ্চিমে মহাদেবপুর উপজেউলার চেরাগপুর ইউনিয়ন।

৪) গ্রামের সংখ্যা- ২৭টি, মৌজা সংখ্যা-২৮টি

৫) মোট সংখ্যা- ২২৮৪৫ জন

৬) গ্রাম ভিত্তিক লোকসংখ্যা নিম্নরুপঃ-

কোমারপুর-১৯৩৮ জন,নয়াগা-৩৮৬ জন,বারাতৈল-২১১৫ জন,গোদইল-২৫৭ জন,খোর্দভুবন-১৬২ জন,প্রধানকুন্ডি-১৩৫৬ জন,ভরট্ট-১৩৭৫ জন,ঢেকরা-১২৩৩ জন,মির্জাপুর-১৪৪৯জন,রাঙ্গতৈল-৪৪৪ জন,নিহনপুর-১০৯৫ জন,কুশারমুরি-৫১৪ জন,ভন্জকোল-৪৮৯ জন,দোনইল-১২০০ জন,মহদিপুর-৫৯৯ জন,চাঁদপুর-৩২৫ জন,হরেকৃষ্ণপুর-২৩৬ জন,চকগোপাল-৪০৩ জন,পালসা-৭৫৬ জন,পম্চীমবালুভরা-১৬৫৬ জন,পুর্ববালুভরা-১৯৯৬ জন,হযরতপুর-৪৯৭ জন,ইদ্রাকপুর-৬৫৬ জন,রামসাপুর-৫৯৪ জন,আরচা-১১১৪ জন

৭)হাট-বাজারের,সংখ্যা-০৪টি (চাঁদপর,বালুভরা,কোমারপুর,ভরট্ট)

৮)পাকা রাস্তা-২৭ কিলোমিটার

৯)পাকা ড্রেনের সংখ্যা-১০টি,

১০) খাস পুকুরের সংখ্যা-৫ টি

১১) মন্দিরের সংখ্যা-০৪টি

১২) মাজারের সংখ্যা-২টি

১৩) কমিউনিটি ক্লিনিক-২টি

১৪)স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র-১টি।

১৫)তপসিলভুক্ত ব্যাংক- নাই।

১৬) বিদ্যুতায়িত গ্রামের সংখ্য-১০ টি

১৭)মাধ্যমিক বিদ্যালয়-৩টি, বেসরকারী কলেজ-১টি, সরকারী প্রাথমিক বিদ্যালয়-৮টি, বেসরকারী প্রাথমিক বিদ্যালয়-৪টি, কিন্ডার গার্টেন স্কুল-২টি,মাদ্রাসা-১টি, এতিমখানা-১টি, মসজিদ-৪৪ টি।

১৮) শিক্ষার হার-৭০%

১৯) স্যানিটেশনের হার-৭৫%

২০) যোগাযোগ ব্যবস্থা- পাকা রাস্তা, আধাপাকা রাস্তা ও কাঁচা রাস্তা, নওগাঁ জেলা সদর হতে পাকা রাস্তার যোগাযোগ।

২১)  চাউল কল -১১টি।

২২) ইটভাটা-০২টি।

 

 

ফটো

গুরুত্বপূর্ণ স্থান,ব্যক্তি,ঘটনার ছবি

০৮ নং বালুভরা ইউনিয়ন পরিষদ